ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
যশোরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

যশোর: যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ফারুক হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সজল হোসেন (১৮) নামে এক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার যশোর-মাগুরা মহাসড়কে খাজুরা বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন যশোর সদর উপজেলার গহেরপুর গ্রামের বাসিন্দা। আহত সজল হোসেন বাঘারপাড়া উপজেলার তেলীধান্যপুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ফারুক হোসেন হেঁটে যশোর-মাগুরা মহাসড়ক পার হচ্ছিলেন। অন্যদিকে, সজল হোসেন মোটরসাইকেল চালিয়ে খাজুরা কলেজের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের দ্বিতীয় বিট অতিক্রম করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ফারুক হোসেনের ধাক্কা লাগে। এতে তিনিসহ চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত বৃদ্ধের ভাই ওসমান আলী জানান, ‘এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার চেষ্টা চলছে। ’ আহত সজলের বাবা জহুরুল হক জানান, দুপুর দুইটার পরে সজলের জ্ঞান ফিরেছে। তবে সে শঙ্কা মুক্ত নয়। ’

বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।