ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

টিকাকেন্দ্রে সকালে ভিড়, বিকেলে ফাঁকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
টিকাকেন্দ্রে সকালে ভিড়, বিকেলে ফাঁকা

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় করোনার গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রমে সকালে তীব্র ভিড় ছিল। তবে বিকেলের দিকে টিকাকেন্দ্রগুলো ফাঁকা হয়ে যায়।

ফলে টিকা দিতে স্বাস্থ্যকর্মীদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মিরপুর ১১ নম্বর জান্নাত স্কুলের সামনে টিকা নিতে নারী-পুরুষের দীর্ঘ লাইন। সেখানে এলাকাবাসীদের টিকার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় কমতে থাকে। ফলে স্বাস্থ্যকর্মীদের টিকা দিতে অপেক্ষা করতে দেখা যায়।
বিকালে মিরপুর ১ নম্বর, গুদারাঘাট, কাজিফরি সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা নিতে এসে গোলাম নবী বাংলানিউজকে বলেন, দুপুরের পরে এ কেন্দ্রে টিকা নিতে এসে দেখি মানুষজন নেই। কোন ভিড় ছিল না কেন্দ্রে।

সকালে জান্নাত স্কুলে টিকা নিতে এসে আসমা আক্তার বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল ৮ টার সময় টিকা নিতে এসেছেন তিনি। কিন্তু প্রায় দুই ঘণ্টা পার হলেও টিকা নিতে পরেনিনি তিনি।

কাজিফরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত স্বাস্থ্যকর্মী ফেরদৌসী বাংলানিউজকে বলেন, সকাল আটটা থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু দুপুরের পর থেকেই কমতে থাকে মানুষের ভিড়। দেড়টার পর থেকে টিকা দিতে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ।

তিনি আরও বলেন, এ কেন্দ্রে ৫৪৬ টিকা দিয়েছি। সকালে ভিড় থাকলেও বিকালে ভিড় ছিল না। এ কারণে বিকেলে টিকা দান কর্মসূচি ঢিলেঢালা হয়। এর অন্যতম কারণ হচ্ছে একটি ভায়ালে ১৪টি টিকা থাকে। ১৪ জন টিকা গ্রহণকারী একত্রিত না হওয়া পর্যন্ত আমরা ভায়াল খুলি না। এজন্য বিকালে টিকাদান কর্মসূচি ধীর গতিতে হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।