ঢাকা: রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দিরের সামনে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান আসাদ (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
এর আগে ওইদিন বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আসাদ বর্তমানে কেরানীগঞ্জ ইকুরিয়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলার ধর্মদাস মিলনপাড়ায়।
বুধবার (৮ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওয়ারী থানা পুলিশ বিস্তারিত তদন্ত করছে।
আসাদের ছোটবোন মাহমুদা আক্তার জানান, মঙ্গলবার বিকেলে আসাদের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খবর পান, ওয়ারী জয়কালী মন্দিরের সামনে আহত অবস্থায় পড়েছিল সে। পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে ভর্তি করিয়েছে। পরে তিনি ঢাকা মেডিক্যালে এসে আসাদকে আহত অবস্থায় দেখতে পান।
তিনি বলেন, হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এজেডএস/এনএইচআর