ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে গ্রেফতার জঙ্গিদের তথ্যে বসিলায় অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
ময়মনসিংহে গ্রেফতার জঙ্গিদের তথ্যে বসিলায় অভিযান কথা বলছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড  মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ময়মনসিংহের খাগডহর এলাকা থেকে গত ৪ সেপ্টেম্বর গ্রেফতার চার জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানার সন্ধান পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বাসাটিতে জেএমবির শীর্ষস্থানীয় একজন নেতা থাকতেন, এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় র‌্যাব।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায়  অভিযান শেষে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড  মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে গ্রেফতার জঙ্গিরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয় র‌্যাবকে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য রাত থেকে বসিলা জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্তমান সময়ের জেএমবির এক শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়।

তিনি আরও জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর ও রাজশাহীসহ বিভিন্ন জায়গায়ও অভিযান পরিচালনা করেছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।