ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জেএমবির শীর্ষস্থানীয় নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় আস্তানাটি থেকে পিস্তল, গুলি ও রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে গোপন তথ্যের ভিত্তিতে এই আস্তানায় অভিযান শুরু করে র্যাব। আস্তানায় থাকা এক জঙ্গি সদস্যকে আটকের পর, সকাল থেকে র্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিস্পোজাল ইউনিট অভিযান চালায়।
অভিযান শেষে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, অভিযানস্থল থেকে পিস্তল, গুলি, নগদ প্রায় তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।
আস্তানা থেকে আটক জঙ্গি সদস্যকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
ময়মনসিংহে গ্রেফতার জঙ্গিদের তথ্যে বসিলায় অভিযান
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
পিএম/এসআইএস