ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ, এহসান গ্রুপের দুই ভাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ, এহসান গ্রুপের দুই ভাই গ্রেফতার ভুক্তভোগী গ্রাহকদের একাংশ।

পিরোজপুর: পিরোজপুরে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এহসান গ্রুপের দুই সহোদর কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- এহ্সান গ্রুপের সহকারী পরিচালক আবুল বাসার ও পরিচালনা কমিটির সদস্য ইমাম মাহমুদুল হাসান। তারা এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাওলানা রাগীব আহসানের ভাই।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, এহ্সান গ্রুপ সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে কোম্পানির দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

পুলিশ জানায়, এহসান গ্রুপের এমডি মাওলানা রাগীব পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার বাদী গ্রুপের ভুক্তভোগী গ্রাহক হারুন-অর-রশিদ জানান, মাওলানা রাগীব প্রথমে ‘এহ্সান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স’ নামে একটি প্রতিষ্ঠান খোলেন। পরবর্তীতে তিনি এহসান গ্রুপ নামে প্রতিষ্ঠানটির নামকরণ করেন। এর আড়ালে আরও ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি।

হারুন-অর-রশিদ বলেন, মাওলানা রাগীব তাকে (ভুক্তভোগী) গ্রাহক ও প্রতিষ্ঠানের মাঠকর্মী বানিয়ে ব্যক্তিগত ১০ লাখ টাকাসহ তার আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছ থেকে ৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠীসহ আশপাশের বিভিন্ন জেলার লাখো গ্রাহকের কাছ থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এহসান গ্রুপ।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় এহ্সান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হয়। বদলায় ঠিকানাও। পিরোজপুর পৌর শহরের সিও অফিস মোড় সংলগ্ন এলাকায় জমি কিনে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় স্থাপন করেন এমডি মাওলানা রাগীব।

জানা গেছে, একসময় মসজিদে ইমামতি করতেন মাওলানা রাগীব। পরে ঢাকার একটি এমএলএম কোম্পানিতে কাজ নেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন এহসান গ্রুপ। তার তিন ভাই, বোন, তার শ্বশুর, বোন জামাইসহ নিকটাত্মীয়দের প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।