ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতারণার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
প্রতারণার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আটক

ঢাকা: ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান প্রতারক রাগীব হাসান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে র‍্যাবের উপ-পরিচালাক মেজর হুসাইন রইসুল আজম মনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসজেএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।