খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের উত্তর গঞ্জপাড়ায় চেঙ্গী নদীতে নেমে এক শিশুর মৃত্যু ও আরেক শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত শিশুটির নাম মো. রিফাত (১০)। সে উত্তর গঞ্জপাড়ার মো. উজ্জ্বলের ছেলে এবং নিখোঁজ শিশুটির নাম সেলিম। সে একই এলাকার মো. দিদারুল আলমের ছেলে।
জানা গেছে, দুপুরে নদীতে গোসল করতে নামে রিফাত ও সেলিম। এ সময় নদীর গভীর খাদে পড়ে ডুবে যায় শিশু দু’টি। টের পেয়ে স্থানীয়রা রিফাতকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে সেলিম। পরে তাৎক্ষণিক রিফাতকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, খাগড়াছড়ি ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় নিখোঁজ শিশুর সন্ধানে অভিযান পরিচালনা বিলম্ব হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ বাংলানিউজকে জানান, সেলিমকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা রওনাও দিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এডি/এসআরএস