ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সুপারি চুরির সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
সুপারি চুরির সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল: শহরের আকুর টাকুর পাড়া এলাকায় সুপারি চুরি করার সময় গাছ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রবাসী রেজাউল করিম খানের বাসার ছাদে এ ঘটনা ঘটে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিমের শ্যালক জাকির হোসেন বলেন, এলাকায় প্রায়ই মাদকসেবীরা ছোট খাটো চুরিতে জড়ায়। শনিবার ভোর ৫টায় হঠাৎ বিকট শব্দ হয়। তখন ধারণা করেছিলাম কোনো চোর হয়তো বাসার গ্রিল কাটছে। পরে বাসা থেকে বের হয়ে খুঁজতে থাকি। এ সময় পাশের বাসার তিনতলা থেকে এক ব্যক্তি চিৎকার দিয়ে বলেন আপনাদের বাসার ছাদে কে যেন মারা গেছে। আমরা ছাদে গিয়ে একজনের মরদেহ এবং আশপাশে অনেক পাকা সুপারি পড়ে থাকতে দেখি। পরে থানায় খবর দেওয়া হয়।

ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ওই চোরকে চিনতে পারিনি। আশপাশের এলাকারও কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন মাদকসেবী সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। মদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।