ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে  প্রতিবন্ধীদের  দক্ষতার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
কক্সবাজারে  প্রতিবন্ধীদের  দক্ষতার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

কক্সবাজার: বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহমেদ কামরুজ্জাম বলেছেন, একটা সময় ছিলো প্রতিবন্ধী শিশুদের আমরা সমাজের বোঝা মনে করতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দৃষ্টিভঙ্গি এখন পাল্টে গেছে। বর্তমানে অক্ষম ব্যক্তি বা শিশুরা আমাদের সমাজের একটি অংশ।

তাদেরকে অবহেলার চোখে না দেখে কিভাবে প্রশিক্ষিত করে সম্পদে পরিণত করতে হয় সেদিকে সকলের নজর রাখতে হবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে ইউনিসেফের সহযোগিতায় এবং বাংলাদেশ বেতার কক্সবাজারের আয়োজনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।  

বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনচার আলী। স্বাগত বক্তব্য রাখেন বেতার কক্সবাজারের আঞ্চলিক পরিচালক মো. আমানুর রহমান খান, ইউনিসেফের প্রতিনিধি জর্জিনা মেটিনগাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২ দিনব্যাপি এই কর্মশালায় অংশ নেন ২৪ জন রেড়িও লিসেনার ফ্যাসিলেটটর।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘন্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসবি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।