ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

টর্চার সেলে নির্যাতন, মূলহোতা র‍্যাবের হাতে আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
টর্চার সেলে নির্যাতন, মূলহোতা র‍্যাবের হাতে আটক

রাজশাহী: বহুল আলোচিত মিঠুন-শ্যামলী দম্পতিকে টর্চার সেলে নির্যাতন ও মাথার চুল কর্তনের মূল হোতা টর্চার রুহুল ওরফে রুহুল আমিন (৩৪) র‍্যাবের হাতে আটক হয়েছেন।  

শেক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ওই টর্চার সেলের প্রধান রুহুল আমিনকে রাজশাহী মহানগর এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৫।

পরে তাকে র‌্যাব-৫ এর সদর দফতরে নেওয়া হয়।

এ ঘটনার শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী র‌্যাব-৫ সদর দফতরে প্রেস ব্রিফিং করা হয়। এ সময় রুহুলকে গ্রেফতারের তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল জিয়াউর রহমান তালুকদার জানান, সম্প্রতি নওগাঁ জেলার মহাদেবপুরের নার্সারী ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে অপহরণ করা হয়। পরে চাঁদা দাবি করে রুহুল ও তার সাঙ্গপাঙ্গরা। চাঁদার টাকা না দিলে মিঠুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। নির্যাতনের এক পর্যায়ে ব্যবসায়ী মিঠুন চৌধুরীর পায়ের রগ কেটে দেওয়া হয়। খবর পেয়ে মিঠুনের স্ত্রী শ্যামলী রানী তার স্বামীকে ছাড়াতে যান। কিন্তু টর্চার সেলে যাওয়ার পর তাকেও মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয়।

র‌্যাব-৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল জিয়াউর রহমান তালুকদার আরও বলেন, খবর পেয়ে তিনদিন পর ওই টর্চার সেল থেকে মিঠুনকে উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই পলাতক ছিলেন রুহুল আমিন। শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকা থেকে রুহুলকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে রুহুলের সহযোগী তরিকুলকে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেফতার করে র‌্যাব।  

জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাব-৫ এর অধিনায়ক।

বাংলাদেশ সময় : ২৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।