ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত দুই সহোদর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
আশুগঞ্জে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত দুই সহোদর  দুর্ঘটনাকবলিত অটোরিকশা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী রুবেল (৩৩) ও পাবেল (২৩) নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুই সহোদর।

এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা সাদেক মিয়া।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালশহর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  

গুরুতর আহত সাদেক মিয়া হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।  

আশুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহ জানান, সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। পথে তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হয়। গুরুতর আহত হয় তাদের বাবা। তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।