টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির দুইকর্মী নিহত হয়েছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সখীপুর ঢাকা সড়কের দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
থানার উপপরিদর্শক (এসআই) শাহীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নাটোরের বাসিন্দা আরাফাত ও দিনাজপুরের দেলোয়ার হোসেন। আরাফাত একমি কোম্পানির এবং দেলোয়ার গ্লুটেক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে সখীপুরে দায়িত্বরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলযোগে সখীপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সখীপুর-ঢাকা সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় আরাফাত ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে সখীপুর থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার
করে।
এসআই শাহীন বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
ওএইচ/