ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মহাখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
মহাখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

ঢাকা: রাজধানীর মহাখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কাওছার আহমেদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) খগেন্দ্র চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।

কাওছার মহাখালী বাস টার্মিনালে একটি পরিবহনের টিকিট মাস্টার হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। সে পরিবার নিয়ে পূর্ব নাখালপাড়া এলাকায় থাকতেন।

এসআই খগেন্দ্র চন্দ্র বলেন, শনিবার দিনগত রাতে মহাখালী সিকদার ফিলিং স্টেশন সামনের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় কাউছার। তার সঙ্গে থাকা অপর একজন আহত হয়েছে। তার নাম ঠিকানা এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।