ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে আসামিদের কাছ থেকে ২৩২ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন, ৬৪ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ৩২ হাজার ৯২ পিস ইয়াবা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ টি মামলা দায়ে করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসজেএ/ওএইচ/