ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে গণপিটুনিতে ডাকাত নিহত, গুলিবিদ্ধ ৫ গ্রামবাসী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
সিলেটে গণপিটুনিতে ডাকাত নিহত, গুলিবিদ্ধ ৫ গ্রামবাসী

সিলেট: ডাকাতি করে পালানোর চেষ্টাকালে সিলেটে গণপিটুনিতে এক দুর্বৃত্ত নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের গুলিতে ৫ গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন।

তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
পরে পুলিশ এক রাউন্ড কার্তুজসহ ডাকাতদের ফেলে যাওয়া একটি পাইপ গান ও লুন্ঠিত কিছু মালামাল উদ্ধার করেছে।
 
স্থানীয়রা জানান, রোববার ভোররাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা জ্ঞান সেন ও তার স্ত্রী শক্তি রাণী সেনসহ ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে মালামাল লুণ্ঠন করে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা জ্ঞান সেনের ছেলে দুলাল সেনকে মারধর করে আহত করে।

বাড়ির লোকজন জানান, ডাকাতরা ঘর থেকে এক হাজার ডলার, দুই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে। সেই সঙ্গে চলে যাওয়ার সময় বাড়িতে লাগানো সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়। অবশ্য পরে সেটি উদ্ধার করেছে পুলিশ।
 
এরপর দুর্বৃত্তরা আরেক বাড়িতে  ডাকাতি করতে যাওয়ার সময় পশ্চিম দত্তরাইল জামে মসজিদের ইমামকে বলে যায়, হুজরায় এসে তারা বিশ্রাম নেবেন। ডাকাত সর্দার দু’জনের বাড়ি সিলেটের গোয়াইনঘাটে এবং ইমামের বাড়িও ওই উপজেলায়। যে কারণে ইমাম সাহেব ডাকাত সর্দারসহ দু’জনকে চিনে ফেলেন।  
 
ইমাম সাহেব ঘটনাটি স্থানীয়দের জানালে গ্রামের লোকজন একত্র হয়ে ডাকাতদের আক্রমণ করে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের একজনকে আটক করতে সক্ষম হন এলাকাবাসী। পরে গণধোলাইয়ে অজ্ঞাত পরিচয় ওই ডাকাত ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ সময় ডাকাতদের গুলিতে আহত হন পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২২), মানোয়ার হোসেন (২৪), আতিব আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), বকু মিয়ার ছেলে আরমান আহমদ (৩০) ও মনন আহমদের ছেলে দুলাল আহমদ (২৭)। তাদের অবস্থা গুরুতর বলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।
 
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বাংলানিউজকে বলেন,  নিহত ডাকাতের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর একটি পাইপগান, কার্তুজ এবং কিছু মালামাল জব্দ করা হয়েছে।
 
এদিকে, ডাকাতির ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এনইউ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।