বগুড়া: বগুড়ায় র্যাবের বিশেষ অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দু’জনকে আটক করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বগুড়া র্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন—বগুড়া দুপচাঁচিয়া উপজেলার স্বর্গপুর গ্রামের মুনছুর আলীর ছেলে মেহেরুল ইসলাম (৩৩) ও তালোড়া পৌরসভার রেলকলোনী এলাকার মনোয়ারুল হকের ছেলে কামরুল হাসান (২৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টায় দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি ল্যাপটপ, ১৮টি মোবইল, ১৫টি সিডি, ১টি পিসি, ২টি হার্ডডিক্স, ৭টি পেনড্রাইভ ও ৫৮টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
র্যাব-১২ কমান্ডিং অফিসার (সিও) অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি জানান, আটক মেহেরুল একটি বাহিনীর চাকরিচ্যুত সদস্য এবং কামরুল কম্পিউটার ও আইটি বিষয়ে খুবই দক্ষ। তারা চাকরিপ্রার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে বিভিন্ন বাহিনী বা সংস্থার পরিচয় দিয়ে কল করতেন। এক পর্যায়ে সেই দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ভুয়া নিয়োগের এসএমএস পাঠাতেন। এরপর সেই প্রার্থীর কাছে নিয়োগপত্র দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন।
প্রতারণার স্বীকার একাধিক ব্যক্তি র্যাবের কাছে অভিযোগ করলে তাদের শনাক্তে কাজ শুরু করা হয়। এক পর্যায়ে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাদের আটক করে র্যাব। আটকরা এ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি আরও জানান, আটক দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
কেইউএ/এমজেএফ