ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বয়স্ক ভাতার তালিকায় মো. আনিছুর রহমানের (৭৯) নামে কার্ড ইস্যু হলেও ভাতার টাকা পাচ্ছেন স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিন বাদল (৫০)। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের হলে ঘটনাটি তোলপাড় সৃষ্টি করে।
জসীম উদ্দিন বাদল উপজেলার ১০ নম্বর শেরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য। তার মাধ্যমেই উপজেলা সমাজসেবা কার্যালয়ে বয়স্ক ভাতার জন্য কাগজপত্র জমা দেন স্থানীয় মেরাকোনা গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. আনিছুর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর। তিনি জানান, অভিযোগটি তদন্তের জন্য সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী আনিছুর রহমান বলেন, গত ৯ সেপ্টেম্বর উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি সরকারের সামাজিক নিরাপত্তা খাতের বয়স্ক ভাতার আওতায় আমার নাম লিপিবদ্ধ হয়েছে। যার পাশ বই নং-৮৫২৪। ইতোমধ্যে আমার এই পাশ বইয়ের হিসাবে প্রথম কিস্তিতে ৩ হাজার টাকা ও দ্বিতীয় কিস্তিতে ১৫১০ টাকা একটি মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে। অথচ আমি ভাতার টাকা পাইনি।
পরে খোঁজ নিয়ে জানতে পারি, আবেদন ফরম জমা দেওয়ার সময় আমার নামসহ সব কাগজপত্র লিপিবদ্ধ থাকলেও মোবাইল নাম্বারের স্থলে মেম্বার তার নিজের নাম্বার দিয়ে দিয়েছে। এখন টাকা চাইতে গেলে মেম্বার দেই-দিচ্ছি বলে ঘুরাচ্ছে।
আনিছুর রহমান আরও জানান, খোঁজ নিয়ে জেনেছি আমার মত আরও অনেকের মোবাইল নাম্বার বদলে দেওয়ায় তারাও ভাতার টাকা পাচ্ছে না। বিষয়টির আশু সমাধানে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে জানতে ইউপি সদস্য জসীম উদ্দিন বাদলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
আরএ