ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পক্ষে কাজ করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
‘সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পক্ষে কাজ করতে হবে’

সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বোমা মেরে যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পক্ষে কাজ করতে হবে।

তবেই এ দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। ’ 

‘আমি তাদের বলি, আমরা সুশিক্ষিত জাতি চাই। সম্মানজনকভাবে বাঁচতে চাই। বাঙালি কোনো অধম জাতি নয়, আমরা অন্যান্য জাতির মতো সমান মর্যাদার জাতি,’ যোগ করেন মন্ত্রী।

রোববার (১২ সেপ্টম্বর) দুপুরে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, ‘হাওর এলাকার মানুষ আমরা। আমাদের প্রকৃত বন্ধু শেখ হাসিনা। তিনি হাওরের উন্নয়নে কাজ করার জন্য আমাকে নির্দেশনা দিয়ে চলেছেন, যা বাস্তবায়নে আমি কাজ করে চলেছি। আমি মন্ত্রিত্বের জন্য লালায়িত নই, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমার হাওরাঞ্চলের গরিব মা-চাচি, বাপ-দাদার জন্য কাজ করতে চাই। ’

সুনামগঞ্জের ১২টি উপজেলার সবগুলোতেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে চারটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শেষ পর্যায়ে। রোববার উদ্বোধনের মধ্য দিয়ে সদর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হলো।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার আহমেদ মনজুরুল ইসলাম চৌধুরী পাভেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ।

এসময় আরও বক্তব্য দেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল ইসলাম ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান নূরুর হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখতসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টম্বর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।