নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)। গৃহবধূ সোমা অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসেন পারভেজ ও সোমা। রোববার বিকেলে গোসল করতে আত্রাই নদীতে নেমে দু’জনই নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। রাত ৮টা-৯টা পর্যন্ত অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসআরএস