ঢাকা: পুলিশে দুই দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভা শুরু হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে শুরু হওয়া এ সভা চলবে আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপাররা অংশ নেন।
সভার প্রথম দিনে চলতি বছরের প্রথম দুই শতাংশের জানুয়ারি-মার্চ ও এপ্রিল-জুন পর্যন্ত সার্বিক অপরাধ পরিস্থিতির বিষয়ে আলোচনা করা হয়। অপরাধের মধ্যে দেশে সংগঠিত ডাকাতি, দস্যুতা, খুন, দ্রুত বিচার আইনে মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা, অপহরণ, চুরি, দাঙ্গা, মাদক, অস্ত্র ও গাড়ি উদ্ধারসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এ ওয়াই এম বেলালুর রহমান।
এরপর অপরাধ সংক্রান্ত উন্মুক্ত আলোচনায় মাঠ পর্যায়ের কর্মকর্তারা কিশোর অপরাধ, মূলতবি মামলা, জনকল্যাণমূলক বেস্ট প্রাকটিসসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভার শুরুতে করোনায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া সভায় অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
পিএম/আরবি