ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাসে হালুয়া খাওয়ায়ে পৌনে দুই লাখ টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
বাসে হালুয়া খাওয়ায়ে পৌনে দুই লাখ টাকা ছিনতাই হাসপাতালে আজিম হোসেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীতে চলন্ত বাসে এক ব্যবসায়ীকে কৌশলে চকলেট মিশ্রিত হালুয়া জাতীয় খাবার খাওয়ায়ে ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অসুস্থ অবস্থায় আজিম হোসেন (৩৫) নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



হাসপাতালে তার সঙ্গে থাকা শ্যালক মো. জুয়েল জানান, আজিমের বাসা ডেমরার বাঁশেরপুল এলাকায়। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় হাজী হোসেন প্লাজায় তার মোবাইল এক্সসরিজের ব্যবসা রয়েছে। বাসা থেকে তিনি গুলিস্তান আসছিলেন ব্যবসার পণ্য কিনতে। পরে দুপুরে তার মোবাইল ফোন থেকে এক সিএনজিচালিত অটোরিকশাচালক তাদের ফোন দিয়ে জানান, গুলিস্তানে অসুস্থ অবস্থায় পড়ে আছে আজিম, তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়েছে।  

হাসপাতালে বেডে শুয়ে আজিম জানান, তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রিন বাংলা নামে একটি বাসে চড়ে গুলিস্তান আসছিলো। তার সঙ্গে হুমায়ুন কবির নামে আরো এক ব্যবসায়ীও ছিলেন। বাসের ভেতর এক হকার তাদের ২ জনসহ আরো কয়েকজনকে চকলেট মিশ্রিত হালুয়া খাওয়ায়। এরপর আর কিছু মনে নেই তার।

তিনি বলেন, তার সঙ্গে মালামাল কেনার ১ লাখ ৮০ হাজার টাকা ছিলো। জ্ঞান ফেরার পর সেই টাকা আর সঙ্গে পাননি তিনি। এছাড়া তার সঙ্গে থাকা দুটি ফোনের মধ্যে স্মার্টফোনটিও নিয়ে গেছে অজ্ঞানপার্টির সদস্যরা। তবে হুমায়ুন নামে ওই ব্যবসায়ীর কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে চিকিৎসকরা তাকে দেখে মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।