নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে স্বামী ও দেবর মিলে বিবি আমেনা (৩০) নামে এক গৃহবধূকে নির্যাতন করছেন-এমন ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী আমির হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক আমির হোসেন সেনবাগ ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মোহাম্মদিয়া মিয়া বাড়ির মৃত মফিজের ছেলে।
স্থানীয়রা জানান, বিবি আমেনাকে বাসার সামনে নির্যাতন করেন তার স্বামী আমির হোসেন ও দেবর এরশাদ। এক প্রতিবেশী মারধর করার এক মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি নজরে এলে আমির হোসেনকে আটক করে সেনবাগ থানা পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আমির হোসেন থানা হাজতে রয়েছেন। অন্যদিকে দেবর এরশাদকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। নির্যাতিত গৃহবধূ তার বাবার বাড়িতে থাকায় আইনগত ব্যবস্থা নিতে দেরি হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসআই