ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী প্রকৌশলী (যান্ত্রিক প্রকৌশলী অপারেশন) মো. আলাউদ্দিন ঢাকা, সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহাদ আলী খলিফা (ঢাকা) এবং আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী এসএম মাহমুদুর রহমান।
কমিটি সদস্যরা আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন রেলওয়ে ঢাকা বিভাগীয় কর্মকর্তার কাছে জমা দেবেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসআরএস