ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গোসাইরহাটে ১৫ কোটি টাকার কারেন্ট-মশারি জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
গোসাইরহাটে ১৫ কোটি টাকার কারেন্ট-মশারি জাল জব্দ

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ১০ কোটি ৪০ হাজার মিটার কারেন্ট ও মশারি জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক দাম ১৫ কোটি ১০ লাখ টাকা।

পরে এসব জাল স্থানীয় ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা, পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (১২ আগস্ট) দুপুরে দাশের জঙ্গল বাজারের মো. মোকলেছ চৌকিদারের দোকানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ড (রাজস্ব) মো. নুরুজ্জামান, গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনিরসহ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, হিজলা-মুলাদীর কোস্টগার্ড উপজেলার দাসের জঙ্গল বাজারের মোকলেছ চৌকিদারের দুই দোকানে অভিযান পরিচালনা করে। এসময় দু’টি দোকান থেকে ১০ কোটি ৪০ হাজার মিটার কারেন্ট ও মশারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ কোটি ১০ লাখ টাকা। পরে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।