সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রশান্ত চন্দ্র বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত একই জেলার তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া গ্রামের সূর্যকান্ত বিশ্বাসের ছেলে।
হাটিকমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বাংলানিউজকে জানান, বিকেলে ওই এলাকায় সড়ক পার হচ্ছিলেন প্রশান্ত। এ সময় অজ্ঞাত একটি যানবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসআরএস