বান্দরবান: বান্দরবানের থানচির বড়পাথর এলাকায় সাংগু নদীতে নিখোঁজ পর্যটক মো. ফজলে এলাহী ফয়সালের (২৬) মররদহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে তার মরদেহ ভেসে উঠলে বিজিবি-পুলিশসহ স্থানীয়রা তা উদ্ধার করেন।
স্থানীয়রা জানায়, শনিবার (১১ সেপ্টেম্বর) বান্দরবানের থানচি উপজেলার তীন্দু ইউনিয়নের বড়পাথর এলাকায় ভ্রমণে গিয়ে সাংগু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মো. ফজলে এলাহী ফয়সাল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায়। একদিন পর রোববার বিকেলে ঘটনাস্থল থেকে ১০ ফুট দূরে থেকে তার মরদেহ ভেসে ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, বড়পাথর এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক ফজলে এলাহী ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আত্মীয়-স্বজনরা থানচিতে পৌঁছেছেন, ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউল গণি ওসমানি জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ০৮২২ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এমএমজেড