ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে এয়ারগানের গুলিতে শিশু আহত

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

দিনাজপুর: দিনাজপুরে শনিবার সকালে এয়ারগানের গুলিতে নয়ন নামে ৩ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।

আহত শিশুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে সদর উপজেলার কাউগাঁ সাহেবগঞ্জ হাট গ্রামের মানিক মহন্তের ছেলে নয়ন প্রতিদিনের মতো প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী এক দোকানে চলে যায়। সেখানে তারা পাখি শিকারীদের রাখা এয়ারগান নিয়ে নাড়াচাড়া করতে থাকে। এক পর্যায়ে ট্রিগারে চাপ পড়ে একটি গুলি বেরিয়ে নয়নের গালে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে।

ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে নয়নকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে পাখি শিকারীরা এয়ারগান ফেলে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।