নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামে সতিনের ছোড়া এসিডে পাতাসি বিবি (২৭) নামের এক গৃহবধূর শরীর ঝলসে গেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে।
পাতাসির স্বজনরা জানান, আত্রাই উপজেলার আন্দার কোটা গ্রামে ওসমান আলীর সঙ্গে ৩ বছর আগে পাতাসির বিয়ে হয়। ওসমান প্রথম স্ত্রী রেখে বাতাসি কে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই তাদের সংসারে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার রাতে স্বামী ওসমান আলী ও সতিন নার্গিস বিবির সঙ্গে আবার পাতাসির ঝগড়া হয়।
বৃহস্পতিবার কথা কাটাকাটির একপর্যায়ে নার্গিস ভ্যানিটি ব্যাগ থেকে এসিডের বোতল বের করে সতিন পাতাসির ওপর নিক্ষেপ করেন। এতে পাতাটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
ঘটনার সময় পাশে থাকা খাদিজা আক্তার (৭), ইন্তাজ রিতা আক্তার (১৩) আকাশ হোসেন (৮) নামের আরও ৪ শিশুর শরীরে এসিড পরে তারা আহত হয়েছে।
ঘটনার সঙ্গে সঙ্গেই পাতাসিসহ আহত সবাইকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। রানীনগরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাতাসি ও খাদিজাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ওসমান ও সতিন নার্গিসকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
জেএইচটি