ফেনী: আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সোনাগাজী পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার-প্রচারণা।
অপরদিকে নির্বাচনকে ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা। ওয়ার্ড পর্যায়েও প্রচার প্রচারণায় সরব রয়েছে কাউন্সিলর প্রার্থীরাও।
পৌরসভার স্থানীয়রা জানায়, বিদ্রোহীরা অনেকটা কোন ঠাসা হলেও স্থানীয় আওয়ামী লীগের সমর্থনপুষ্টরা বেশ জোরে শোরেই প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
বিএনপি নির্বাচনে অংশ না নিলেও মাঠে অন্য প্রার্থীদের বিরামহীন প্রচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্র উপকূলীয় এ পৌর শহরের অলিগলি। মেয়র পদে চারজন ও সংরক্ষিত সাধারণ ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে চারজন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীদের প্রচার প্রচারণায় মাইকের আওয়াজে সরগরম থাকে পৌর এলাকা।
নৌকার প্রার্থীকে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রুপিং ভুলে এক হয়ে মাঠে নেমেছেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ক্ষমতাসীন দল আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভেকেট রফিকুল ইসলাম খোকনের সমর্থনে মিছিল সমাবেশ করা হয়েছে। সেখানে অংশগ্রহণ করেছেন বলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। নৌকার প্রার্থী ভোটারদের দুয়ারে কড়া নাড়ছেন নেতা-কর্মীদের নিয়ে। নির্বাচনকে ঘিরে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে দলের মধ্যে।
অপরদিকে এ নির্বাচনকে ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু নাসের। স্থানীয় গণমাধ্যম কর্মীদের ডেকে সংবাদ সম্মেলন করে তিনি তার উদ্বেগ ও উৎকণ্ঠার কথা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলন করেন মোবাইল ফোন প্রতিকে স্বতন্ত্র প্রার্থী আবু নাছের বলেন, এখন পর্যন্ত বড় ধরণের কোন অঘটন না ঘটলেও পৌর নাগরিকরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে আছে।
ইতোমধ্যে কেন্দ্র দখলের প্রস্তুতি সম্পন্ন করেছে আ.লীগের নেতাকর্মীরা। নিজেকে আওয়ামী পরিবারের সদস্য দাবি করে তিনি বলেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। তাই তিনি নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। সর্বশক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণাও দেন তিনি।
অপরদিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা হিজবুল্লাহ। তিনিও একটি সুষ্ঠু নির্বাচন দাবী করেছেন নির্বাচন কমিশন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে। তিনি বলেছেন, ভোটাররা যেন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে তার পরিবেশ তৈরি করতে হবে প্রশাসনকে।
এদিকে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ সেলিমও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবী তুলেছেন।
অপরদিকে ভোটারদের আতঙ্ক কাটিয়ে ভোট কেন্দ্রে যেতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীর নেতৃত্বে র্যাব ও পুলিশ সদস্যরা ভোটকেন্দ্র পরিদর্শণ করেছেন। উপজেলা প্রশাসন সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, বলেন সকল প্রার্থী শান্তিপূর্ণভাবে সমান তালে প্রচারণা চালাচ্ছে। সকল ধরণের অপ্রীতিকর ঘটনা এডাতে পুলিশ প্রস্তুত রয়েছে।
সোনাগাজী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৯৮৫জন। এর মধ্যে নারী ভোটার ৭হাজার ৮৫৮ এবং পুরুষ ভোটার ৮ হাজার ১২৭ জন।
উক্ত নির্বাচনে মেয়র পদে আ.লীগের একক প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিকের হাফেজ হিজবুল্লাহ, স্বতন্ত্র মোবাইল প্রতিকে আবু নাছের এবং জগ প্রতীকে শেখ সেলিম নির্বাচনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এসএইচডি/এনএইচআর