সাতক্ষীরা: করোনায় মারা গেলেন সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম (২৭)।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আজিজুল ইসলাম সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের আব্দুল জলিল থান্দারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার জুম্মাবাদ তার জানাযা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এনএইচআর