জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় দারুত ত্বাকওয়া মহিলা মাদরাসা থেকে গত ১২ সেপ্টেম্বর নিখোঁজ হয় তিন শিক্ষার্থী।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মুগদা এলাকা থেকে ঘুমন্ত অবস্থায় তাদের উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ ওই তিন শিক্ষার্থী হলো—মোছা. মনিরা আক্তার (১০), মোছা. মিম আক্তার (৯) ও মোছা. সূর্য ভানু (১১)।
গত ১৫ সেপ্টেম্বর মনিরার বাবা মনোয়ার হোসেন ইসলামপুর থানায় শিশুপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।
তিন শিক্ষার্থীকে উদ্ধারের পর শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশ সুপার নাছির উদ্দিন জানান, দারুত ত্বাকওয়া মহিলা মাদ্রাসার মোহতামিম মো. আসাদুজ্জামানের স্ত্রীর ১ হাজার টাকা হারিয়ে গেলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা ওই তিন শিক্ষার্থীকে সন্দেহ করেন। তাদের টাকা ফেরত দিতে বলেন। অন্যান্য শিক্ষার্থীরাও সন্দেহ করায় ওই তিন শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে যায়।
পরে নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকদের মামলার প্রেক্ষিতে পুলিশি তৎপরতায় সিসি ফুটেজের মাধ্যমে ঢাকার মুগদা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এমজেএফ