পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে খুলনায় মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপজেলার পাতিলাখালী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হয়।
জানা গেছে, শুক্রবার বিকেলে ও তার দুই বন্ধু সবুজ শেখ (১৫) ও রাকিব মল্লিক (১৭) একটি মোটরসাইকেলে নিয়ে বের হয়। পরে ওই মহাসড়কের পাতিলাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নাজিরপুর বাসস্ট্যান্ডগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ওই তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে আহত তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মেহেদীর মৃত্যু হয়। অন্য দুই কিশোর খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি বাংলানিউজক নিশ্চিত করেছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান জেরিন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এসআরএস