বান্দরবান: বৈশ্বিক মহামারি করোনার (কোভিড-১৯) কারণে সীমিত অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে শুভ মধুপূর্ণিমা।
এ উপলক্ষে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় ভান্তেদের ছোয়াই দান (উৎকৃষ্ট খাবার), বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনার।
সকালে বান্দরবান সদরের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে ধর্মীয় দেশনা দেন বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের।
মহামারি করোনার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবারে সংক্ষিপ্ত আকারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শুভ মধুপূর্ণিমা উদযাপন করছে এবং বিকেলে ফানুস উড়িয়ে ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে এই শুভ মধুপূর্ণিমার শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
আরএ