ঢাকা: আন্তঃবিভাগীয় (বদ্ধ) জলমহালের তথ্য চেয়ে দেশের সব বিভাগীয় কমিশনারদের কাছে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।
সম্প্রতি উপসচিব মো. তাজুল ইসলাম মিয়া স্বাক্ষরিত চিঠিতে ৭ কর্মদিবসের মধ্যে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আন্তঃবিভাগীয় (বদ্ধ) জলমহালের তথ্যাদি আগামী ৭ কর্মদিবসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বদ্ধ জলমহাল বলতে বোঝায় যেসব জলমহালের চতুর্সীমা নির্দিষ্ট অর্থাত্ স্থলভাগ দ্বারা বেষ্টিত—সাধারণত হাওর, বিল, ঝিল, হ্রদ, দীঘি, পুকুর, ডোবা ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
জিসিজি/এমজেএফ