বগুড়া: ৪২ কেজি গাঁজাসহ মো. শরাফত (৩২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১২ এর সদস্যরা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে বগুড়া র্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক শরাফত কিশোরগঞ্জ জেলার পারদা নয়াপাড়া উপজেলার মো. সিরাজুল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার পূর্ব বাজার এলাকা থেকে ৪২ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা শরাফতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৮৮৬৭), ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। শরাফতের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
কেইউএ/এসআরএস