ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভুবেনশ্বর নদীতে ডুবে ফাহিম ওরফে সাব্বির (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার লোহরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে ভুবেনশ্বর নদীতে গোসল করতে নামে ফাহিম। গোসল শেষে অন্যরা বাড়িতে ফিরে গেলেও ফাহিম ফিরেনি। দীর্ঘক্ষণ তাকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে শিশুটিকে ওই নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া ফেরদৌস।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এসআরএস