কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় গাড়ি চাপায় বাবু (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাবু কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জান গেছে, মঙ্গলবার দিনগত রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহর থেকে বাড়ির দিকে ফিরছিলেন বাবু। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিন্নাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ মো. আসাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময় : ০৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
জেডএ