ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদারে খাদেমুল ইসলাম নামে এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফাঁকা বাড়িতে ঘরের তালা ভেঙে চোর ঢোকে।
খাদেমুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম এর আইন ও আদালত প্রতিবেদক ও ঢাকা জজ কোর্টের আইনজীবী।
এ ঘটনায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে খাদেমুলের বড় ভাই শরিফুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, পরিবারের সদস্যরা চাকরি সূত্রে ঢাকায় অবস্থান করায় বাড়িতে কেউ ছিল না। রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। পরে সকালে প্রতিবেশীরা জানালে গিয়ে ঘরের দরজার দুটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ সময় শো-কেসের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং সেখানে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ দামি জিনিসপত্র পাওয়া যায়নি। এছাড়া গুরুত্বপূর্ণ কাগজপত্রও খোয়া গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বাংলানিউজকে বলেন, সাংবাদিকের বাড়িতে চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার আমরা বিষয়টি তদন্ত করছি। দুষ্কৃতকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
আরএ