ময়মনসিংহ: সৌদি আরবে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. তামজিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন।
বুধবার (২২ সেপ্টেম্ব) সকালে যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম রিয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তামজিরুল ইসলাম উপজেলার যশরা ইউনিয়নের কোর্শাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মো. দুলাল উদ্দিনের বড় ছেলে।
ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম রিয়েল বলেন, গত সোমবার (২০ সেপ্টেম্বর) সৌদির জিদান বিমানবন্দর এলাকায় কাজে যান তামজিরুল। সেখানে পতাকা ও লাইট সেটিংয়ের জন্য কোমরে বেল্ট বেঁধে উঁচুতে ওঠেন। এ সময় হঠাৎ বেল্ট ছিঁড়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা দুলাল উদ্দিন বলেন, আমার ছেলে জমি বন্ধক রেখে কয়েক লাখ টাকা খরচ করে ২০১৭ সালে সৌদি আরবের জিদান শহরে যায়। সে জিদান বিমানবন্দরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করত।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
আরএ