ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটা বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
কুয়াকাটা বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু 

পটুয়াখালী: স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে কাজ শুরু হয়েছে কুয়াকাটা কেন্দ্রীয় বাস টার্মিনালের।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ প্রকল্পের বালু-মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ উদ্বোধন করেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার।

এসময় প্রকল্পের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গিয়াস উদ্দিনের মালিক গিয়াস উদ্দিন এবং কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, আজ পৌরবাসীর জন্য একটি আনন্দের দিন এবং নিঃসন্দেহে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি কুয়াকাটাকে রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়ন করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।