নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চপল প্রমাণিক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের চার নম্বর ওয়ার্ডের চিটাগাং রোডের শিমরাইল ফজলুল হক পাম্পের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে পুলিশ। সে স্থানীয় ট্রাক চালক ছিল।
চপল পাবনা জেলার ঈশ্বরদী জয়নগর বড়ইতারা দক্ষিণপাড়ার রেজাউল প্রমাণিকের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শিমরাইল ফজলুল হক পাম্পের পেছনের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে সঠিক বিষয়টি জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এনএইচআর