গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ মো. মোবারক হোসেন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ মাদকের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার মোবারক আন্ধারমানিক এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. মোবারক হোসেন (৩৫)।
ইনচার্জ এসআই সাইফুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে আন্ধারমানিক এলাকা থেকে মাদকবিক্রেতা মোবারককে ৩০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
আরএস/এসআরএস