গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তাহমিনা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার চার বছরের ছেলে।
তাহমিনা কুমিল্লার হোমনা থানার জয়পুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। তারা সপরিবারে টঙ্গীর বনমালা এলাকায় বসবাস করতেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. নুর মোহাম্মদ খান জানান, টঙ্গী বাজারে কেনাকাটা শেষে ছেলেকে নিয়ে বনমালার বাসায় ফিরছিলেন তাহমিনা। এক পর্যায়ে বনমালা রেলগেটের দক্ষিণে রেলপথ অতিক্রম করছিলেন তিনি। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কমিউটার ট্রেন কাছে এসে পড়ে। পরে তিনি তার শিশুপুত্রকে ধাক্কা দিয়ে রেললাইনের দূরে সরিয়ে দিতে গিয়ে নিজেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। এ সময় তার ছেলে আহত হয়। তাৎক্ষণিকভাবে তার ছেলেকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এছাড়া তাহমিনার মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
আরএস/আরবি