চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার সিঅ্যান্ডবি এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে বাড়ির সামনে বাইসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল। এ সময় দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা শহরের অভিমুখে আসা কলা বোঝাই একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুলের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপভ্যানটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এসআরএস