ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবগঙ্গা নদীতে ৪০ মণ পোনা মাছ অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
নবগঙ্গা নদীতে ৪০ মণ পোনা মাছ অবমুক্ত নবগঙ্গা নদীতে পোনা মাছ অবমুক্ত

মাগুরা: ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’- এ স্লোগানে মাগুরা সাতদোহা নবগঙ্গা নদীতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ নানা প্রজাতির ৪০৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্প্রতিবার (২৩ সেপ্টেম্বর) জেলা শহরের সাতদোহা ন্যাংটবাবা আশ্রম নবগঙ্গা নদীতে এ পোনা অবমুক্ত করা হয়।

মাগুরা জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

অন্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ড, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুশান্ত প্রামাণিক, উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা মৎস্য কমকর্তা আনোয়ার কবীর, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ইয়াসিন কবীর প্রমখু।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।