জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খোলার দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান করে। সেখানে ক্যাম্পাস খোলার দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে চৌরঙ্গী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস খুলে না দিলে অতীতের মতো হলের তালা ভেঙে প্রবেশ করবেন বলেও হুঁশিয়ারি দেন।
সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, উপাচার্য কোথাও বলেছেন আগামী ১৫ অক্টোবরের পর হল খুলে দেওয়া হবে। আবার কোথাও শিক্ষার্থীদের ১৫ দিন ধৈর্য ধরতে বলেছেন। আমাদের প্রথম কর্মসূচি ছিল ১৫ সেপ্টেম্বরে। তখন আমরা ১৫ দিন সময় দিয়েছিলাম। শুধু একটা কথাই বলতে চাই যে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ঋদ্ধ অনিন্দ্যের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান, দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম ও ইতিহাস বিভাগের নুরুজ্জামান শুভ।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
আরআইএস