ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইছামতি নদীতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর আদিবার (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে বায়রাখালী ব্রিজ সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, আদিবা ফুলপুরের দনারভিটা এলাকায় ফুফা সাইদুল ইসলাম ও ফুফু শাহনাজের বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আরও কয়েকজন শিশুর সঙ্গে ইছামতি নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পরও না পাওয়া গেলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাসের নেতৃত্বে ডুবুরি দলের কর্মীরা নদীতে নেমে আদিবার সন্ধানে খোঁজাখুঁজি করে কোনো পায়নি। বৃহস্পতিবার ওই খাল থেকে আবিদার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে বলেন, মেয়েটির মরদেহ পাওয়া গেছে। সকালে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিভাবকরা শিশুটির মরদেহ নকলায় নিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এসআরএস