ময়মনসিংহ: ময়মসিংহের নান্দাইল উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৭০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সকালে জমি দেখতে ক্ষেতে যান স্থানীয় কৃষকরা। এ সময় ধানক্ষেতের পাশেই বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখানে একটি ছুরি পাওয়া যায়।
তিনি জানান, বৃদ্ধাকে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা এখানে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমকে) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এসআরএস