ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
সিরাজগঞ্জে মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের অন্তত ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর-হাটিকুমরুল গোলচত্বর রুটের নলকা মোড় ও সীমান্ত বাজার এলাকা থেকে যানজটের সূত্রপাত হয়।

ধীরে ধীরে এ যানজট পূর্বদিকের কড্ডার মোড় ও পশ্চিমে হাটিকুমরুল পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর খালেকুজ্জামান সালেক জানান, মহাসড়কের নলকা সেতুর পশ্চিম পাশের রাস্তায় খানাখন্দ থাকায় গাড়ি ধীর গতিতে চলাচল করে। এছাড়া সীমান্ত বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফলে যানজট তীব্র আকার ধারণ করেছে। পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।